বুধবার, ২৩ আগস্ট ২০১৭

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অভিযান, ৪ শিবিরকর্মী আটক

Home Page » জাতীয় » কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অভিযান, ৪ শিবিরকর্মী আটক
বুধবার, ২৩ আগস্ট ২০১৭



কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়বঙ্গ-নিউজঃ কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে চার শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

আটকৃতরা হলেন - ঝিনাইদহের ফুলবাড়িয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে আবু ইশা (২০), চুয়াডাঙ্গার কুলিয়া চাঁদপুর গ্রামের জলিলের ছেলে শামসদ্দিন (২১), একই জেলার মারুক চাড়োয়া গ্রামের মোজাম্মেলের ছেলে আবু সায়েদ (২০) ও বড় শলুকা গ্রামের আবু বক্করের ছেলে রেদোয়ান-উল হাসান (২০)। এদের মধ্যে রেদোয়ান ইবির ছাত্র বলে জানালেও তিনি কোন বিভাগের ছাত্র সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া মাঠ থেকে তাদের আটক করা হয়।

ওসি রতন বলেন, আটকের পর তাদের দেহ তল্লাশি করে ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সাতটি বোমা, বিপুল পরিমাণ জিহাদি বই, বিপুল সংখ্যক মোবাইল ফোনের সিম ও সেট জব্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, শিবিরের নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে বলে গোপন খবরের ভিত্তিতে ওই মাঠে অভিযান চালানো হয়।

তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি রতন।

বাংলাদেশ সময়: ১৪:০৮:২৫   ৬৫৬ বার পঠিত