বুধবার, ২৩ আগস্ট ২০১৭
অপেক্ষা- আশরাফ আরজু
Home Page » সাহিত্য » অপেক্ষা- আশরাফ আরজু
এখনো যায়নি সেদিন!!
এখনো আসেনি মাহেন্দ্রক্ষণ।ভাবনাগুলো দূরে ফেলে,
আজও আসেনি অমলিন, কথকতা।
গান কিবা কাব্যকথায়!
আজও ভালোবাসা খুজেঁ ফিরি,
তুমি আমি, অনন্ত দিনরাত্রি!
ভালো আছি,
খুব ভালো আছি।
বাংলাদেশ সময়: ১:২১:২০ ৬৫৭ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News