মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭

জাতি মৃত্যুর কোলে রাজনীতি হাসিতে দোলে - আব্দুল ওহাব

Home Page » সাহিত্য » জাতি মৃত্যুর কোলে রাজনীতি হাসিতে দোলে - আব্দুল ওহাব
মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭



বন্যাদুর্গত মা

এই ছবিটি যদি মোদের অশ্তরে দূঃখে নাড়া না দেয়
কি অধিকারে মোরা বলি মানবতা এখনও কথা কয়?
বন্যা মানব ইতিহাসের সর্ব প্রাচীন প্রকৃতির খেলাটি
নীল,হোয়ঃহোয়া,গঙ্গার অফুরন্ত মানুষ মারার যন্ত্রটি
-
চতুর জাতিরা সকলে সমস্যাটিকে বানিয়েছে সম্পদ
মোদের মত অজ্ঞানী জাতিরা বন্যাটি বানায় আপদ।
“বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু ভাল” দেখ এবার
বড় সত্য, বোকা জাতির পাল্লায় অভিশাপ বিধাতার।
-
নদীর গভীরতা বাড়ান,পানি রিসারভ ও শত ব্যাবস্থা
মোদের জাতিটি ক্ষমতার লড়াই,বড় বুলি, অসত্যতা
বিধাতার স্পষ্ট বলা বোকা জাতির ভবিষ্যত সম্পর্কে
“বিধাতা তাকে সাহায্য করে যে নিজেকে”কি বলবে?
-
“সারা রাত গীতা পড়ে যদি প্রশ্ন করি সীতা কে? মৃর্খরা
কিভাবে বন্যার দৃর্ভাগ্য মুক্ত হব মোরা গোলামী বংশরা
মোদের প্রভৃরা চায় না মোরা স্বনির্ভর হয়ে গর্বে দাঁড়াই
তাই মোদের জ্ঞান ভান্ডার তাদের স্বার্থে হয়েছে ধোলাই।

বাংলাদেশ সময়: ২২:১২:৫০   ৫৯১ বার পঠিত   #  #  #  #  #  #