মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭

সব ষড়যন্ত্র ভেদ করে বঙ্গবন্ধুকন্যার রথ এগিয়ে যাবে : মতিয়া

Home Page » জাতীয় » সব ষড়যন্ত্র ভেদ করে বঙ্গবন্ধুকন্যার রথ এগিয়ে যাবে : মতিয়া
মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭



কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীবঙ্গ-নিউজঃ সব ষড়যন্ত্র ভেদ করে বঙ্গবন্ধুকন্যার রথ এগিয়ে যাবে উল্লেখ করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বায়না ধরতে পারেন। সুখস্বপ্ন দেখতে পারেন। আইয়ুব খানেরই স্বপ্ন বাস্তবায়িত হয়নি, আপনি তো কোন ছার।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘কারাগারের রোজনামচা’র ওপর বক্তৃতামালা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী এসব কথা বলেন। তবে তিনি তার বক্তব্যে ষড়যন্ত্রকারী কারা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ডায়েরির গ্রন্থরূপ ‘কারাগারের রোজনামচা’। ১৯৬৬ থেকে ১৯৬৮ কাল পর্বের কারাস্মৃতি এ গ্রন্থটিতে স্থান পেয়েছে। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এবং পুলিশের বিশেষ শাখার সহায়তায় উদ্ধার করা ডায়েরির গ্রন্থরূপ দিয়ে বইটি প্রকাশ করেছে বাংলা একাডেমি।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মতিয়া চৌধুরী ফিরে যান ১৯৬৬ সালে। তিনি বলেন, সে বছরের ৭ জুন ছয় দফাকে কেন্দ্র করে হরতাল হয়।

৯ জুন কেন্দ্রীয় কারাগারে জেলারের সামনে বসা অবস্থায় মাথার পেছন দিক থেকে কারও হাতের স্পর্শ পান তিনি। ফিরে দেখেন বঙ্গবন্ধু দাঁড়িয়ে আছেন। তখন বঙ্গবন্ধু তাঁকে বলেন, ‘তুমি এসেছ, ভয় নেই। চিন্তা কোরো না। আমার ধারণাই ছিল না তখন বঙ্গবন্ধুর দেখা পাব। ’

বাংলাদেশ সময়: ২১:৩৮:০১   ৪৫২ বার পঠিত   #  #  #  #  #  #