মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭

ড. রফিকুল তালুকদারের সুনামগঞ্জ-১ আসনের সাচনা বাজার ও জামালগঞ্জে মতবিনিময়

Home Page » জাতীয় » ড. রফিকুল তালুকদারের সুনামগঞ্জ-১ আসনের সাচনা বাজার ও জামালগঞ্জে মতবিনিময়
মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭



---আল আমিন আহমেদ সুনামগঞ্জ প্রধিনিধি বঙ্গ নিউজঃ আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী জেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার আজ ২২ আগস্ট ২০১৭ মঙ্গলবার সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ উপজেলার চাচনা বাজার, জামালগঞ্জ বাজার ও অন্যান্য স্থানে জনসংযোগ ও মতবিনিময় করেন এবং বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন। একই আসন থেকে আওয়ামী লীগের আরেক মনোনয়ন প্রত্যাশী জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীম এবং তার অনুসারী ও কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে ড. রফিকুল তালুকদার জামালগঞ্জ উপজেলায় তার কর্মসূচী শুরু করেন। উল্লেখ্য রেজাউল করিমের সাথে সাক্ষাতের প্রাক্কালে প্রায় দুই শতাদিক আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু পরিষদের স্থানীয় নেতা কর্মী ও জনগণ তাকে সংবর্ধনা জানায়। অতঃপর তিনি জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও সেক্রেটারি জেনারেলসহ আওয়ামী লীগের অন্যান্য স্থানীয় রাজনৈতিক পরিবার ও ব্যাক্তিত্বের সাথে এবং হাজার হাজার স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি তিনি ১৫ ও ২১ আগস্টের ট্র্যাজেডিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি বিন্ম্র শ্রদ্ধা জানান। তিনি বলেন বঙ্গবন্ধু একটি চেতনা, একটি মানচিত্র, বঙ্গবন্ধুই বাংলাদেশ। এই চেতনার কখনও মৃত্যু হতে পারেনা। তার মতে জননেত্রী তার অসামান্য ত্যাগ ও নেতৃত্বে দেশে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেন এবং দেশ ও জাতির কল্যাণে, আধুনিক ও ক্রমউন্নত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় অসামান্য অবদান রাখেন। তাসত্বেও জননেত্রী শেখ হাসিনা এপর্যন্ত অন্ততপক্ষে ২১বার বা তার বেশি সন্ত্রাসী হামলা বা মারাত্নক হত্যা প্রচেষ্টার সম্মুখীন হন। তার মধ্যে ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা ছিল সবচেয়ে ভয়াবহ। এবর্বরোচিত হামলায় আইভি রহমানসহ দলের ২২ জন নেতা-কর্মী নিহত এবং শত শত নেতা-কর্মী আহত হন। তিনি ২১ আগস্টের গ্র্যানেড হামলাসহ জননেত্রীর উপর সকল হামলার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং তাসমূলে প্রতিহত করে জননেত্রীকে আগামী নির্বাচনেও ক্ষমতায় আনার জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মী এবং জনগণের প্রতি ঐক্যবব্ধ হওয়ার আহ্বান জানান। মতবিনিময় কালে তিনি আরও উল্লেখ করেন, জননেত্রী ও দল যাকেই মনোনয়ন দেন তার জন্যই আমাদের নিবেদিতভাবে কাজ করতে হবে। নৌকার বিজয়ের প্রশ্নে আমাদের ঐক্য বজায় রাখতে হবে। নৌকার বিজয় মানে জননেত্রীর বিজয়।জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়তু জননেত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, “জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা একজন দূরদর্শী নেতা, বিশ্ব শীর্ষ দশ নেতৃত্বের অন্যতম। তিনি মেধাবী ও প্রতিশ্রুতিশীল তরুণ নেতৃত্ব পছন্দ করেন এবং নেতৃত্বের বিকাশ করতে জানেন ও ভালবাসেন। মাননীয় প্রধানমন্ত্রী ও দল যদি আমাকে মনোনয়ন দান করেন, আমি আমার জাতীয় ও আন্তর্জাতিক সাংগঠনিক কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে নিষ্ঠার সাথে দল, এলাকা ও দেশের জন্য কাজ করব এবং তাৎপর্যপূর্ণ আবদান রাখতে পারব বলে মনে করি।“ তিনি স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাসমুহকে বন্যা দুর্গত এলাকা ও মানুষের পাশে আসার আহ্বান জানান। তিনি বলেন যদি শীঘ্রই স্থানীয়ভাবে দুর্গত পরিস্থিতি মোকাবেলা না করা যায়, তবে তিনি জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগি সংস্থাসমুহের সাথে আলোচনা করে তাদেরকে দুর্গত এলাকা ও মানুষের পাশে সম্পৃক্ত করবেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গণমাধ্যমে দুর্গত পরিস্থিতির চিত্র তুলে ধরবেন।

বাংলাদেশ সময়: ২১:১৪:৪৬   ৮৯৫ বার পঠিত   #  #  #  #  #  #