
মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭
আফগানিস্তানকে সহায়তার অঙ্গীকার ট্রাম্পের
Home Page » জাতীয় » আফগানিস্তানকে সহায়তার অঙ্গীকার ট্রাম্পেরবঙ্গ-নিউজঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর হঠাৎ করে সরে গেলে সেখানে যে শূন্যতা তৈরি হবে সেটি পূরণ করবে সন্ত্রাসীরা। তিনি বলেন, তাঁর প্রাথমিক ইচ্ছা ছিল আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী পুরোপুরি সরিয়ে নেয়া। কিন্তু পরে তিনি ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়ার মতো ভুল না করার সিদ্ধান্ত নেন। ফোর্ট মাইয়ার সেনাঘাঁটি থেকে তিনি ওই ভাষণ দেন।
সেনাঘাঁটিতে দেওয়া এই বক্তব্যে খুব বড় ঘোষণা আসবে বলা হলেও, আফগানিস্তানে মার্কিন কৌশলের বিস্তারিত কী হবে সে বিষয়ে তিনি কিছু বলেননি। তিনি বলেন, কিছু শর্তের ভিত্তিতে তারা কৌশল নির্ধারণ করবেন, তবে সেনা সরিয়ে নেওয়ার কোনো সময়সীমা তিনি ঘোষণা করা হবে না। যদিও ট্রাম্প বলেছেন এটা কোনো ফাঁকা বুলি নয়। আমেরিকা আফগান সরকারের সঙ্গে কাজ করবে, দুই দেশের এ নিয়ে প্রতিশ্রুতি আছে। যতদূর অগ্রগতি হয় ততদূর কাজ করব আমরা, বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
বাংলাদেশ সময়: ১১:৪০:০৬ ৪৭৭ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News