মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭
পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন
Home Page » সংবাদ শিরোনাম » পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহনবঙ্গ-নিউজঃ পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকার ৩ নম্বর ঘাট পন্টুনটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে নৌ-রুটের উভয় ফেরিঘাট মিলে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানাবাহন। ফেরির ধাক্কায় ঘাট পন্টুনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই পন্টুনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পন্টুনটি দিয়ে যানবাহন পারাপার সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। নদীতে প্রচণ্ড স্রোতের কারণেও ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উভয় ফেরিঘাটসংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি নিশ্চিত করেন।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের ১৬টি ফেরির মধ্যে ১৩টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপারে চলাচল করছে। যান্ত্রিক ত্রুটির কারণে পাটুরিয়া ঘাটে মেরামতে রয়েছে ৩টি ফেরি। তবে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ফেরিতে যানবাহন ওঠানামা করার সবগুলো পন্টুন স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক মিলে সাড়ে ৩০০ যানবাহন পারপারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, সকাল পৌনে ৭টার দিকে যানবাহন বোঝাই একটি ফেরির ধাক্কায় পাটুরিয়া ফেরিঘাট এলাকার তিন নম্বর ঘাট পন্টুনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘাটটি দিয়ে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। বৃষ্টির কারণে পন্টুনটির মেরামত কাজ শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টি কমে গেলে পন্টুনটির মেরামত কাজ শুরু হবে। পাটুরিয়া ফেরিঘাট এলাকায় কোনো যাত্রীবাহী পরিবহন না থাকলেও দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৩৭:০৭ ৪৬৫ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News