সোমবার, ২১ আগস্ট ২০১৭
ইন্দিরা গান্ধী বিমানবন্দরের আকাশে ড্রোন, আতঙ্কে বিমান চলাচল বন্ধ!
Home Page » জাতীয় » ইন্দিরা গান্ধী বিমানবন্দরের আকাশে ড্রোন, আতঙ্কে বিমান চলাচল বন্ধ!
বঙ্গ-নিউজ: বিমানবন্দরের আকাশে ড্রোনের ওড়াউড়ি! এই নিয়ে ছড়াল আতঙ্ক। কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হল বিমান চলাচল।ঘটনাটি ঘটেছে রবিবার (২০ আগস্ট) ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে।
ভারতীয় গণমাধ্যম এই সময়ের বরাতে জানা যায়, রবিবার বিকেলে আকাশে একটি ড্রোন উড়তে দেখেছেন বলে দাবি করেন এক পাইলট। এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিমানের ওঠা নামা বন্ধ করে দেওয়া হয় দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে। বন্ধ করে দেওয়া হয় তিনটি রানওয়েই। বেশকিছু বিমানকে অবতরণ করতে না-দিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় বলেও খবর। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
যদিও চারিদিক পরীক্ষা-নীরিক্ষার পর সন্দেহজনক কিছু চোখে না-পড়ায় ফের বিমান চলাচল শুরু হয়।
বাংলাদেশ সময়: ৮:৫৮:২৩ ৪৩০ বার পঠিত