রবিবার, ২০ আগস্ট ২০১৭

আনাম র‌্যাংগস প্লাজার আগুন নিয়ন্ত্রণে : তদন্ত কমিটি গঠন

Home Page » সংবাদ শিরোনাম » আনাম র‌্যাংগস প্লাজার আগুন নিয়ন্ত্রণে : তদন্ত কমিটি গঠন
রবিবার, ২০ আগস্ট ২০১৭



প্রতিকি ছবিবঙ্গ-নিউজঃ রাজধানীর ধানমন্ডির শপিং সেন্টার আনাম র‌্যাংগস প্লাজার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. এনায়েত হোসেন জানান, দমকল বাহিনীর ১৭টি ইউনিট তিন ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের জন্য ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ডিডি) শামীম আহসান চৌধুরীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন, ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মামুন মাহমুদ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আবু বক্কর।

আজ বিকেল ৪টার দিকে ধানমন্ডির ৬/এ সড়কের ৬তলা বিশিষ্ট আনাম র‌্যাংগস প্লাজা নামে ওই শপিংমলের চতুর্থ তলার একটি অফিস কক্ষে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তর, পলাশী, লালবাগ, তেজগাঁও ও মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে মোট ১৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২০:৫৫:০০   ৪৯৯ বার পঠিত   #  #  #  #  #  #