শনিবার, ১৯ আগস্ট ২০১৭

জিয়ার শাসনামল অবৈধ হলে আওয়ামী লীগও অবৈধ : মির্জা ফখরুল

Home Page » প্রথমপাতা » জিয়ার শাসনামল অবৈধ হলে আওয়ামী লীগও অবৈধ : মির্জা ফখরুল
শনিবার, ১৯ আগস্ট ২০১৭



বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরবঙ্গ-নিউজঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমানের শাসনামল অবৈধ হলে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগও অবৈধ। জিয়ার শাসনামলে বাকশাল থেকে বেরিয়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিবন্ধন করেছিল।

আজ শনিবার দুপুর ১২টার দিকে সংগঠনের নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জিয়াউর রহমানের আমলের বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা অবৈধ হতে পারে না।  

সংবিধানের ষোড়শ সংশোধনী প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রকাশের পর অনেকটা জোর করেই প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছে আওয়ামী লীগ। তাদের এই কর্মকাণ্ডে গোটা জাতি আজ উদ্বিগ্ন। তিনি বলেন, তবে সরকার রায় নিয়ে যা করছে, তাতে গণতন্ত্র, বিচার বিভাগ ও শাসনতন্ত্রে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪০:২৫   ৪৮৩ বার পঠিত   #  #  #  #  #  #