শনিবার, ১৯ আগস্ট ২০১৭
বাংলাদেশ,নেপাল ও ভারতের ১ কোটি ৬০ লাখ মানুষ বন্যার কবলে
Home Page » জাতীয় » বাংলাদেশ,নেপাল ও ভারতের ১ কোটি ৬০ লাখ মানুষ বন্যার কবলে
বঙ্গ-নিউজ: বাংলাদেশ, নেপাল ও ভারতের ১ কোটি ৬০ লাখ মানুষ বন্যার কবলে পড়ে দুর্ভোগ পোহাচ্ছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি) এ তথ্য জানান।
আইএফআরসি বলছে, চলমান বন্যা বাংলাদেশের প্রধান প্রধান নদ নদীগুলোতে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং তা ১৯৮৮ সালের ভয়াবহ বন্যাকে অতিক্রম করেছে। ভারতের চারটি রাজ্যে ১ কোটি ১০ লাখ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে।
বিশেষ করে বাংলাদেশে ভারত থেকে ধেয়ে আসা বন্যার পানিতে সার্বিক বন্যা পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। ঘনবসতি হওয়ায় বাংলাদেশের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল এখন বন্যায় কবলিত। প্রায় ৪০ লাখ মানুষ বন্যায় দুর্ভোগে পড়েছে। কোথাও কোথাও এখনো পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
নেপালে বন্যায় খাদ্যের পাশাপাশি বিদ্যুত সংকটও চলছে। এ পর্যন্ত দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে ও ৩৩ জন এখনো নিখোঁজ। নেপাল রেড ক্রস সোসাইটির মহাসচিব দেব রত্না ধাকবা এ তথ্য জানান।
গত ১৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশে বন্যায় ৮৯ জন মারা গেছে। ১ হাজার ৩৯২টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৮২ হাজার ৪’শ বন্যার্ত মানুষ আশ্রয় নিয়েছে। বন্যা কবলিত এলাকায় ১ হাজার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:১২:০৪ ৫৩৯ বার পঠিত