শনিবার, ১৯ আগস্ট ২০১৭
ধর্মপাশায় ১৯৭৬ সালে প্রতিষ্টিত ইবতেদায়ী মাদ্রাসার বেতন পাচ্ছেনা শিক্ষকগন
Home Page » সারাদেশ » ধর্মপাশায় ১৯৭৬ সালে প্রতিষ্টিত ইবতেদায়ী মাদ্রাসার বেতন পাচ্ছেনা শিক্ষকগনআল আমিন আহমেদ,বঙ্গ-নিউজঃ সুনামগঞ্জ এর ধর্মপাশা উপজেলাধীন বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের আলমপুর গ্রামে ১৯৭৬ সালে ১৫ ই মার্চ স্হাপিত হয় আলমপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা । বিগত ১ জানুয়ারী ১৯৮৪ সালে মাদ্রাসাটি সরকারী রেজিস্টার ভুক্ত করা হয় এবংএই প্রতিষ্ঠানের কোড নাম্বারঃ ৫৫৬৬৯।বর্তমানে মাদ্রাসাটিতে ১৮০জন ছাত্র/ ছাত্রী ও চার জন শিক্ষক কর্মরত আছেন। তাঁরা কোন রকম বেতন ভাতাদি ছাড়াই পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন । ১৯৯৫ সালে কার্যকরী কমিটির অনিয়মের জন্য আর কোনো সরকারী অনুদান পাওয়া যায়নি । এবং ২০০২ এই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা উপবৃত্তি পায় কিন্তূ পরবতী আর কোনো প্রকার সরকারী উপবৃত্তি পায়নি ছাত্র ছাত্রীরা । সরেজমিনে দেখলে মনে হয় শিক্ষা প্রতিষ্টানটি একটা বটবৃক্ষ এবং ছাত্র ছাত্রী গুলো যেন তরুলতা । যে চারজন শিক্ষক স্বেচ্চা শ্রমের ভিত্তিতে বর্তমানে কর্মরত আছেন তাঁরা হলেন । আফরোজা আক্তার প্রধান শিক্ষক, নুর উদ্দিন সহকারী মৌলভী , লুৎফর রহমান মৌলভী , রুমা আক্তার সহকারী শিক্ষক ।গত ৬ এপ্রিল ২০১৭ ইং তারিখে পরিদর্শনে আসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার । তাই এই এলাকার সুশীল সমাজ
সাধারন মানুষের প্রানের দাবি অনতি বিলম্বে কোমল ছাত্র ছাত্রীদের কথা ও শিক্ষকদের পরিশ্রমের কথা ভেবে শিক্ষকদের বেতন চালু করে , মাদ্রাসার শিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের দৃষ্টি আহ্ববান করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:০১:০০ ৮৭৮ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News