শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭
সরকার ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে: ফখরুল
Home Page » প্রথমপাতা » সরকার ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে: ফখরুলবঙ্গ-নিউজঃ বন্যায় দুর্গতদের পাশে না দাঁড়িয়ে সরকার আবারো ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকাল পৌনে ১১টায় নয়াপল্টন দলীয় কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্যে ত্রাণ বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, লাখ লাখ মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছেন। কিন্তু সরকার দুর্গতদের কাছে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছাতে ব্যর্থ হয়েছে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, যুবদল সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:০৭:৪৫ ৬৪৮ বার পঠিত