বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭

বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে শেখ হাসিনা রোববার কুড়িগ্রাম যাচ্ছেন

Home Page » জাতীয় » বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে শেখ হাসিনা রোববার কুড়িগ্রাম যাচ্ছেন
বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭



প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বঙ্গ-নিউজ: বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে আগামী রবিবার (২০ আগস্ট) দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলার সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিন আল পারভেজ প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, প্রধানমন্ত্রী রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। এদিকে, কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ ও সড়ক পরিদর্শনের জন্য প্রধানমন্ত্রীর সফরের আগেই শুক্রবার (১৮ আগস্ট) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কুড়িগ্রাম সফর করবেন।

উল্লেখ্য, গত বছর ৭ সেপ্টেম্বর কুড়িগ্রামের চিলমারী সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১০:৩৭:১৮   ৬৬০ বার পঠিত