বুধবার, ১৬ আগস্ট ২০১৭
ব্যাংকের নৈশ প্রহরীকে গলা কেটে হত্যার পর ডাকাতির চেষ্টা
Home Page » সারাদেশ » ব্যাংকের নৈশ প্রহরীকে গলা কেটে হত্যার পর ডাকাতির চেষ্টালালমনিরহাট সদর উপজেলায় নৈশ প্রহরী আব্দুর রশিদকে (৬৪) গলা কেটে হত্যার পর ব্যাংক ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোররাতে উপজেলার গোকুন্ডা ইউনিয়নে কৃষি উন্নয়ন ব্যাংকের তিস্তা শাখার এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ ওই এলাকার বাসিন্দা। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন।
ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে গেটের তালা ভেঙ্গে ব্যাংকে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় তারা নৈশ প্রহরী আব্দুর রশিদকে গলা কেটে হত্যার পর ব্যাংকের কাগজপত্র তছনছ করে ও ভোল্ট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। সকালে ঝাড়-দার ধুনতি রানী ব্যাংকে ঢুকে আব্দুর রশীদের লাশ দেখে চিৎকার করে লোকজন ডাকেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লালমনিরহাট সদর থানা ওসি মাহফুজ আলম সমকালকে জানান, দুর্বৃত্তরা ব্যাংক ডাকাতির চেষ্টা করলে তাতে বাঁধা দেন আব্দুর রশিদ। এ সময় তাকে গলা কেটে হত্যা করা হয়।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, রংপুর পিআইবি ও ক্রাইম সিন ক্রাইম সিন ইউনিটকে ঘটনা তদন্তের জন্য বলা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ১৫:২৪:০০ ৪৯১ বার পঠিত