বুধবার, ১৬ আগস্ট ২০১৭

” আপনি নির্বাচন করবেন বলে শুনেছি”;মাহবুবে আলমকে প্রধান বিচারপতি

Home Page » জাতীয় » ” আপনি নির্বাচন করবেন বলে শুনেছি”;মাহবুবে আলমকে প্রধান বিচারপতি
বুধবার, ১৬ আগস্ট ২০১৭



ফাইল ছবি
বঙ্গ-নিউজ: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি নির্বাচন করবেন বলে শুনেছি। আপনি তো এলাকায় যান। আমি শুনেছি আপনি নির্বাচন করছেন। আপনি প্রশাসনের সঙ্গে কমপ্রোমাইজ করে চলছেন। আমরা তো ইলিশের গন্ধও পাই না।বহুল আলোচিত মোবাইল কোর্ট মামলার শুনানি কালে বুধবার (১৬ আগস্ট) অ্যাটির্ন জেনারেলকে প্রধান বিচারপতি এ কথা জানান।

প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে যখন এইসব কথা বলছিলেন তখন অ্যাটর্নি জেনারেল মাথা ঝাকাচ্ছিলেন এবং মিটি মিটি হাসছিলেন।

ইলিশ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, আমার বাড়ি পদ্মা নদীর পাড়ে। এখনো কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরা হয়।

প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে এ মামলার শুনানি হয়। প্রধান বিচারপতি, আমরা আইনের বাইরে বিচার করব না, আইনের অধীনে বিচার করব। মোবাইল কোর্টের বিষয়ে অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেন যত তাড়াতাড়ি করবেন তা সবার জন্য মঙ্গলজনক হবে।

বাংলাদেশ সময়: ১৫:০৭:০৭   ৫৫৬ বার পঠিত