বুধবার, ১৬ আগস্ট ২০১৭
প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২১ সেপ্টেম্বর
Home Page » প্রথমপাতা » প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২১ সেপ্টেম্বরবঙ্গ-নিউজঃ প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়ে গেছে। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক ফজলুর রহমান বুধবার নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মহানগর হাকিম গোলাম নবী ২১ সেপ্টেম্বর নতুন তারিখ ঠিক করে দেন। এ নিয়ে প্রতিবেদন দাখিলে মামলার তদন্ত কর্মকর্তা মোট ১৯ বার সময় পেলেন বলে আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোজাম্মেল হোসেন জানান।
২০১৫ সালের ৩১ অক্টোবর বিকালে ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। সেদিনই লালমাটিয়ায় আরেক প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করা হয়। ওই দুই প্রকাশনা থেকেই বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছে, যিনি ওই বছরই একইভাবে খুন হন।
একই দিনে দুই প্রকাশকের ওপর হামলার পেছনে আনসারুল্লাহ বাংলাটিমকে সন্দেহ পুলিশের। এর আগে অভিজিৎ রায়সহ ব্লগার হত্যার তদন্তেও ওই জঙ্গি সংগঠনটির নাম উঠে এসেছে। দীপন হত্যার ঘটনায় শাহবাগ থানায় তার স্ত্রী ডা. রাজিয়া রহমানের করা মামলায় সংগঠনটির তিন সদস্য গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এরা হলেন- মাঈনুল হাসান শামীম, আব্দুস সামাদ ওরফে আব্দুস সবুর ও খায়রুল ইসলাম। হত্যার ঘটনায় শামীম ১৬৪ ধারায় হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সবুরকেও কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:০৭:৫৮ ১৫৫২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #প্রথমপাতা #শিরোনাম #সারাদেশ