বুধবার, ১৬ আগস্ট ২০১৭

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে মেয়র আনিসুল হক

Home Page » আজকের সকল পত্রিকা » ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে মেয়র আনিসুল হক
বুধবার, ১৬ আগস্ট ২০১৭



মেয়র আনিসুল হক ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ  ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে আছেন।

জানা গেছে, গত ২৯ জুলাই আনিসুল হক মেয়ের সন্তানের জন্ম উপলক্ষ্যে লন্ডন যান। সেখানেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে গত ১৩ আগস্ট তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

চারদিন ধরে হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছেন ঢাকা উত্তরের এই মেয়র, এরমধ্যে ২ দিন ধরে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

ব্রেন স্ট্রোকের পরেই আনিসুল হককে সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মেয়রের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার ও তার বন্ধু-সুহৃদরা।

বাংলাদেশ সময়: ১২:৫৯:১৭   ৬৬৪ বার পঠিত   #  #  #  #  #  #