শনিবার, ৮ জুন ২০১৩

‘নির্বাচন নিয়ে আলোচনা চায় না বিএনপি’

Home Page » জাতীয় » ‘নির্বাচন নিয়ে আলোচনা চায় না বিএনপি’
শনিবার, ৮ জুন ২০১৩



sheikh-hasina_3-300x195.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ আওয়ামী লীগ আলোচনায় প্রস্তুত থাকলেও বিএনপি সংসদে দেয়া মুলতবি প্রস্তাব প্রত্যাহার করে সেই আলোচনার পথ রুদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে দলীয় আলোচনা সভায় তিনি একথা বলেন।
সংসদে উত্থাপিত ২০১৩-১৪ অর্থবছরের বাজেটের সমালোচনাকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, অনেকেই বাজেট বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। কিন্তু যে বাজেট আমরা দিয়েছি, সেটা বিশাল হলেও তা বাস্তবায়নের সামর্থ্য আমাদের রয়েছে। আমরাই সেটা বাস্তবায়ন করতে পারবো।
সংঘাতের পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাংবিধানিক গণতান্ত্রিকভাবে এবং বিশ্বের অন্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, এদেশেও আগামী নির্বাচন সেভাবেই হবে।
তিনি বলেন, সাংবিধানিক ও গণতান্ত্রিব প্রক্রিয়া অব্যাহত রাখতে একবার অন্তত এই ধারা শুরু করা দরকার।

বাংলাদেশ সময়: ১১:২৫:৪৬   ৪৩৫ বার পঠিত