মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
শোক দিবস ২০১৭ -এ কে এম সিরাজুল ইসলাম
Home Page » সাহিত্য » শোক দিবস ২০১৭ -এ কে এম সিরাজুল ইসলামজাতির পিতা, ওগো বঙ্গবন্ধু
তুমি কি শুয়ে অাছ?
না তুমি অাজ দু’চোখ মেলে চেয়ে অাছ, দেখছো কে কে কি করছে।
জাতি অাজ ভোর থেকে তোমার চরণে ফুল ঢালবে বলে দলে দলে ভীড় করছে ধানমন্ডির বেদীমূলে
তোমার হত্যাকারীরা অাজ লুকিয়ে অাছে, লুকিয়ে বেড়াচ্ছে
অামরা জাগ্রত, দেখে নেব ঐ সব পাষন্ডদেরকে
যারা কেড়ে নিয়েছিল তোমার জীবন
বঙ্গবন্ধু, তুমি মরনি, বেচে অাছ কোটি কোটি বাঙ্গালীর মনিকোঠায়
তোমার সংগ্রামের ইতিহাস কার না জানা অাছে
১৯৪৮ সালের রাষ্ট্রভাষার দাবী
১৯৫৮ সালে অাইয়ূবের মার্শাল ল উপর প্রতিবাদ
১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধের উপর প্রতিবাদ
১৯৬৬ সালে ৬ দফা পেশ
১৯৬৯ এর গণঅান্দোলন
১৯৭০ এর নির্বাচন
কে করেছিল
সে তুমি, সে তুমি জাতির পিতা
মাসের পর মাস বছরের পর বছর কে খেটেছিল জেল
সে তুমি জাতির স্থপতি
সে তুমি বঙ্গবন্ধু
তুমি সে জাতির নয়নমনি
জাতির একমাত্র কান্ডারী
তোমায় কি ভুলিতে পারি।
মহান জাতির পিতা, হে মহান জাতির পিতা
তুমি তো শুয়ে তোমারই মায়ের কুলে নিভৃত পল্লীতে
দেখ জাতি অাজ জেগে উঠেছে
জেগে উঠেছে হাজারো মানুষ
তোমার স্মরণে জাতি অাজ কাদছে।
বাংলাদেশ সময়: ১৩:২১:৫৪ ৭৬৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম