মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
পান্থপথের একটি ভবন জঙ্গি অবস্থান সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ
Home Page » জাতীয় » পান্থপথের একটি ভবন জঙ্গি অবস্থান সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ
বঙ্গ-নিউজ: জঙ্গি অবস্থান সন্দেহে রাজধানীর পান্থপথের একটি ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকে পান্থপথের স্কয়ার হাসপাতালের পাশে ওলিও নামের ওই হোটেল ভবনটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন সোয়াটসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।
সকালে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। জঙ্গি সন্দেহে ঘিরে রাখা ওই বাড়িটিতে নাশকতার সরঞ্জাম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ৯:১৩:৪২ ৪৬৬ বার পঠিত