মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭

“কাঁদো বাঙালি আজ কাঁদো সবাই “-১৫ই আগস্টের স্মারক সঙ্গীত রচনা করলেন দেওয়ান লালন আহমেদ

Home Page » ফিচার » “কাঁদো বাঙালি আজ কাঁদো সবাই “-১৫ই আগস্টের স্মারক সঙ্গীত রচনা করলেন দেওয়ান লালন আহমেদ
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭



 প্রতিকি ছবি

বঙ্গ-নিউজঃ আজ শোকের দিন ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডে সপরিবারে প্রাণ হারান বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে আমরা আজ তাদের স্মরণ করি। মর্মস্পর্শী এ হত্যাকাণ্ডের আজ ৩৬ বছর পূর্ণ হলো। এবার ১৫ আগস্ট এসেছে সম্পূর্ণ ভিন্ন মাত্রায়। ইতিহাসের ঘৃণ্য এ হত্যাকাণ্ডের মামলার রায় কার্যকরের পর জাতি এবার শোক দিবসটি পালন করছে একরকম স্বস্তির ভেতর দিয়ে। বিচারের বাণী নিরবে নিভৃতে কেঁদে ফেরার অবসান হয়েছে ঘাতকদের ফাঁসির মধ্য দিয়ে। জাতির পিতার সপরিবারে এই হত্যাকাণ্ডে বাংলার সূর্যকে অস্তমিত করার  অপচেষ্টাকে ঘৃণা করা এবং জাতির  পিতার প্রতি যথাযথ  সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন লক্ষ্যে  সঙ্গীত রচনা করেছেন  পুলিশ অফিসার দেওয়ান লালন আহমেদ ।   ক্যাম্ব্রিয়ান স্কুল এন্ড কলেজ -এর সৌজন্যে “কাঁদো বাঙালি আজ কাঁদো সবাই” শিরোনামে এই সঙ্গীত ভিডিওতে কন্ঠ দিয়েছেন লুমিুন, সুর দিয়েছেন সাজেদ ফাতেমী, ভিডিও নির্মাণ করেছেন  সোহেইল জাফর এবং  জে আর সুমন সঙ্গীতটি   কম্পোজিশন করেছেন যার দৃশ্য সম্পাদন করেন  খুরশিদ আনাম।  জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেওয়ান লালন আহমেদ বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে বুকে ধারন করি ‘দেশপ্রেম‘, ‘মহান মুক্তিযুদ্ধ’ এবং ‘বঙ্গবন্ধু‘  এই গানের মাধ্যমে  তাই যেন আমি এবং আমরা গেয়ে  চলি…।

সেদিনের সূর্যটা আলো নিয়ে নয়
উঠেছিল যেন শুধু রক্ত মেখে
অবাক চোখ মেলে বিশ্ববাসী
বীভৎস করুণ এক দৃশ্য দ্যাখে।

ঘাতকের বুলেটে ঝাঁঝরা হলো
জাতির পিতার বুকের জমিন
শান্তির লাখো পাখি উড়ে গেল
১৫ আগস্টের কালো সেই দিন।
কাঁদো বাঙালি আজ কাঁদো সবাই
কান্নাতে পাবে পৃথিবীর সব সুখ
কোটি মানুষের প্রাণ-স্পন্দনে
পিতা, তুমিই বাংলার মুখ।
নিথর দেহগুলো রইল পড়ে
বত্রিশ নম্বরে এ ঘর ও ঘরে
প্রিয় পত্মী শিশুসন্তান রাসেল
চোখ বুঁজলো তাঁরা চিরতরে।
কাঁদো বাঙালি আজ কাঁদো সবাই
কান্নাতে পাবে পৃথিবীর সব সুখ
কোটি মানুষের প্রাণ-স্পন্দনে
পিতা, তুমিই বাংলার মুখ।

তুমি ছিলে কুলি মুটে মজুরের
কামার কুমার জেলে তাঁতি ধোপার
তুমি ছিলে স্বপ্নের ফেরিওয়ালা
আঁধার কেটে আলো-পথ দেখাবার।
কাঁদো বাঙালি আজ কাঁদো সবাই
কান্নাতে পাবে পৃথিবীর সব সুখ
কোটি মানুষের প্রাণ-স্পন্দনে
পিতা, তুমিই বাংলার মুখ।

বাংলাদেশ সময়: ২:২১:০৬   ১৭৪৯ বার পঠিত   #  #  #  #  #  #