সোমবার, ১৪ আগস্ট ২০১৭
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
Home Page » জাতীয় » বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : জনপ্রশাসন প্রতিমন্ত্রীবঙ্গ-নিউজঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন,আবহমানকাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মাটিতে সকল ধর্মের সমঅধিকার নিশ্চিত করেছেন উল্লেখ করে তিনি অশুভ শক্তি দমন, মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
ইসমাত আরা সাদেক শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে আজ যশোরের কেশবপুর উপজেলার কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে শোভাযাত্রা উত্তর এক আলোলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন ও পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
অশুভ শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্যে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে এ মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদেরকে সেই মর্মবাণী ধারণ করতে হবে।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা বক্তৃতা করেন।
স্থানীয় জনপ্রতিনিধিসহ বিপুলসংখ্যক ভক্ত এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:৫২:২৭ ৫৮৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #প্রথমপাতা #শিরোনাম #সারাদেশ