সোমবার, ১৪ আগস্ট ২০১৭
বংশীকুন্ডাতে নব নির্মিত স্কুল ভবন পানির নিচে
Home Page » আজকের সকল পত্রিকা » বংশীকুন্ডাতে নব নির্মিত স্কুল ভবন পানির নিচে
আল আমিন আহম্মেদ সালমান, সুনামগঞ্জ প্রতিনিধি বঙ্গ-নিউজঃ এমনই দৃশ্যটি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলাধীন বংশীকুন্ডা দক্ষিন ইউনিনের নব নির্মিত আলমপুর দোয়াদুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ।৪ তলা ফাউন্ডেশনের নব নির্মিত একতলা ভবনটি চলে গেছে পানির নিচে , সরেজমিনে দেখলে মনে হয় সাঁতারের জন্য কোনো সুইমিং পুল তৈরি করা হয়েছে । স্কুলের জমিদাতা মৃত দোয়াদুর রহমানের ছেলে আজিজুল হক জানান যে , এই ভবনটির নির্মান কাজ পরিচালনা করে এল জি ইডির আওতায় আনোয়ারা এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্টানের মালিক ঠিকাদার জাহাঙ্গীর আলম । ভবনটি নির্মান কালীন সময়ে গ্রামবাসী একাধারে তিন বার নির্মান বন্ধ করে দেয়। কিন্তু এই ভবনের তদারকি কর্মকর্তা প্রকৌশলী মনিরুজ্জামান এর কথায় পুনারায় গ্রামবাসী কাজ চালুর অনুমতি প্রদান করেন । আরোও লক্ষ্য করা হয় ভিট লেভেল থেকে ভবনটি তিন ফুট নিচে করা হয়েছে যার ফলে একতলা নির্মিত ভবনের পুরোটি পানির নিচে। যেভাবে ভবনটি নির্মান করা হয়েছে এতে বর্ষাকালে শ্রেনী কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। গ্রামবাসী ও এলাকার সুশীল সমাজ পুনারায় পাঠদানের উপযুক্ত করে নির্মান করার জন্য এবং ঠিকাদারী প্রতিষ্টান এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানিয়েছেন।।
বাংলাদেশ সময়: ১৯:৩২:৫২ ১০১৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম #সারাদেশ