রবিবার, ১৩ আগস্ট ২০১৭

‘সংশোধনীর রায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার:ব্যারিস্টার মওদুদ

Home Page » জাতীয় » ‘সংশোধনীর রায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার:ব্যারিস্টার মওদুদ
রবিবার, ১৩ আগস্ট ২০১৭



ব্যারিস্টার মওদুদ আহম্মেদবঙ্গ-নিউজ: সরকার ষোড়শ সংশোধনীর রায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ।তিনি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে বিতর্ক তুলে সরকার এটিকে রাজনৈতিক ইস্যু হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। রোববার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরকার বিরোধী আন্দোলনের সময় গুম, খুনের শিকার বিএনপি নেতাকর্মীদের চট্টগ্রাম, নোয়াখালী, মাগুরা, সাতক্ষীরা ও লক্ষীপুরের পাঁচটি পরিবারকে এক কালীন আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে অর্পণ বাংলাদেশ নামে একটি সংগঠন।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, এই বিতর্ক দেশের জন্য আরও ভয়াবহ পরিণতি ডেকে আনবে। সরকারের পতনের জন্য আরও দ্রুত কাজ করবে বলেও জানান তিনি।

দেশে ক্রান্তিকাল চলছে উল্লেখ করে মওদুদ বলেন, সরকার বিচার বিভাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা বিচার বিভাগকে খাটো করার প্রচেষ্টায় লিপ্ত। অথচ তাদের দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখা।

সভায় সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হকের মন্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, নিজের বিবেকবোধ থেকে থাকলে এর জন্য খায়রুল হককে সরকারি পদ থেকে পদত্যাগ করা উচিত।

বাংলাদেশ সময়: ২২:৫৬:১১   ৫০৮ বার পঠিত