শনিবার, ১২ আগস্ট ২০১৭
পানিবন্দি হয়ে পড়েছেন গ্রাম-নগরীর কয়েক লাখ মানুষ।
Home Page » বিবিধ » পানিবন্দি হয়ে পড়েছেন গ্রাম-নগরীর কয়েক লাখ মানুষ।ঠাকুরগাঁওয়ে গত বৃহস্পতিবার হতে এখন অবধি টানা বৃষ্টিতে ডুবে গেছে নিম্নাঞ্চল। পানিবন্দি হয়ে পড়েছেন গ্রাম-নগরীর কয়েক লাখ মানুষ। ডুবে গেছে সড়ক বাসা-বাড়ির নিচতলা, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এলাকার অধিকাংশ এবং গুরুত্বপূর্ণ জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ কারণে আজ শনিবার সকাল থেকে পথচারীরা চরম দুর্ভোগ পোহাতে পড়েন।
বৃষ্টির সঙ্গে যোগ হয়েছে রাণীশংকৈলের কুলিক নদী, সাগনীব্রীজ ,টাউন নদীর জোয়ারের পানি। নগর এলাকায় কোথাও কোথাও হাঁটুপানি থেকে কোমর সমান পানি দেখা গেছে। আজ শনিবার ভোরের আলো দেখা যায়নি, দেখা গিয়েছে মুষলধারে প্রবল বৃষ্টি।আর এরজন্য দুর্ভোগে ভুগছেন কৃষকসহ দিনমজুর খেটে খাওয়া মানুষেরা,তারা পারছে না কাজের খোঁজে বের হতে,আলস্য হয়ে নিজের কুঁড়ে ঘরেই সময় পাড় করতে হচ্ছে এসকল অভাবগ্রস্ত মানুষদের। গত বৃহস্পতিবার বিকাল হতে শুরু করে অবধি পর্যন্ত টানা বৃষ্টি ঝরে। এরপর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে ঝরছে বৃষ্টি।
বাংলাদেশ সময়: ১৯:৩৯:৩৯ ৪৫৮ বার পঠিত