শনিবার, ১২ আগস্ট ২০১৭
১৮ আগস্ট হতে বাসের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে
Home Page » জাতীয় » ১৮ আগস্ট হতে বাসের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে
বঙ্গ-নিউজ:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ১৮ আগস্ট শুক্রবার থেকে। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার বলেন, এবারের ঈদের অগ্রিম টিকিট ১৮ আগস্ট সকাল ছয়টা থেকে নিজ নিজ বাসের কাউন্টারের নির্ধারিত স্থানে বিক্রি হবে।এদিকে ‘ট্রেনের অগ্রিম টিকিট ছাড়ার দিন এখনো ঠিক হয়নি। এ বিষয়ে সভা করে পরে জানানো হবে।’ এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী মজিবুল হক । তবে, ঈদের আগে ৩০ ও ৩১ আগস্ট বাস ও ট্রেনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৭:২০:৪৮ ৪৩৬ বার পঠিত