শনিবার, ১২ আগস্ট ২০১৭
১৫ আগস্ট প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় যাবেন
Home Page » জাতীয় » ১৫ আগস্ট প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় যাবেন
বঙ্গ-নিউজ: আগামী মঙ্গলবার (১৫ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শ্রদ্ধা নিবেদন করতে সকাল সাড়ে ৯টায় সেখানে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়েছে।ফ্যাক্স বার্তায় বলা হয়, ১৫ আগস্ট সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় পৌঁছে ১০টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং বেলা ১১ টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ মসজিদে আয়োজিত মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।
জানা যায়, এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ১৭:০৫:০৬ ৩৯৮ বার পঠিত