শনিবার, ১২ আগস্ট ২০১৭

আগামী ৪/৫ দিন মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে

Home Page » জাতীয় » আগামী ৪/৫ দিন মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে
শনিবার, ১২ আগস্ট ২০১৭



ফাইল ছবি
বঙ্গ-নিউজ: আগামী চার থেকে পাঁচদিন দেশের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর কারণে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে বলেও জানান আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশ সময়: ৭:৫৪:০৯   ৪৪০ বার পঠিত