শনিবার, ১২ আগস্ট ২০১৭

তুমি হও উড়ন্ত মেঘ দল - রোদেলা নীলা

Home Page » সাহিত্য » তুমি হও উড়ন্ত মেঘ দল - রোদেলা নীলা
শনিবার, ১২ আগস্ট ২০১৭



রোদেলা নীলা

অজানাতে ঘুরে আসবার কোন প্রয়োজন নেই আমার ,
যাবার ইচ্ছেও নেই ইউরোপ কি আমারিকা।
কেবল তোমার হাতে হাত রাখলেই দেখে আসতে পারি ট্রয় নগরী ;
কচু পাতার মধ্যে আবিষ্কার করি সীমাহীন মুখরতা।
তোমার চোখের সীমানায় আবার উপলব্ধি করি-আমার দেশ ;
শান্ত জলাশয়, ভেসে বেড়ানো পাখীদের কিচির -মিচির ডানা ।
ভাঙ্গা-চোড়া কাঠ সেতুকেও মনে হয় নিরেট শুঠাম ওভারব্রীজ ;
নিরাপদ কাঁধযুগল ভুলিয়ে দেয় ফেলে আসা সকল নিঃসঙ্গতা।
তুমি হও উড়ন্ত মেঘ দল ;
আমি পায়রা হতে চাই মিছে,
ধানশালিকের ঠোঁটে প্রকম্পিত ছোট পোনাদের দল;
চিবুকে মেখে নেই তার রক্ত আভরন ।
তুমি দাও কাঁটা, আমি ভুল করে তুলে নেই নীলপদ্ম ।
তোমার আরশীতে খেলা করে বিস্তীর্ন হিমালয় ,
এখানে আছে ছোট্ট কুঁড়েঘর-
প্রতিদিনের কর্মক্লান্ত অনবসর।
তোমার পৃথিবী ছেয়ে আছে নানান রঙের আলোর ঝলকানিতে ;
এখানে দীনতা কেবল,
মান হারানো বিষন্নতা ।
মাঘী রাত্রিতে তুমি জ্যোৎস্না বিলাসী ;
আমি স্বপ্নের পায়ে পায়েল পড়াই ।
বাস্তবতার খোলা শরীরে তুমি সূঁই গাঁথতে পারো বেশ ;
আমি ভাবি এলোমেলো , সংগতিহীন ।
তোমার কাছে যা শুধুই গোধুলি কাব্য ;
আমার কাছে এক প্রকান্ড জলাশয় ।।

বাংলাদেশ সময়: ০:৪৭:৩৪   ১৪১১ বার পঠিত   #  #  #  #  #  #  #