শুক্রবার, ১১ আগস্ট ২০১৭
‘ষোড়শ সংশোধনী রায়ের পর সরকার সম্পূর্ণভাবে বিচলিত’:মওদুদ আহম্মেদ
Home Page » জাতীয় » ‘ষোড়শ সংশোধনী রায়ের পর সরকার সম্পূর্ণভাবে বিচলিত’:মওদুদ আহম্মেদ
বঙ্গ-নিউজ:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহম্মেদ বলেছেন, ষোড়শ সংশোধনী রায়ের পর সরকার এক দিকে সুপ্রিম কোটের রায় মানতে চায় না, অন্য দিকে তারা জনগনে কাছে যেতে পারছে না। সরকার সম্পূর্ণ ভাবে বিচলিত হয়ে গেছে। শুক্রবার (১১ আগস্ট) নিজ নির্বাচনী এলাকা কবিরহাট উপজেলায় তৃণমুল প্রতিনিধি সম্মেলন ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনের আগে নিজ গ্রামের বাড়ীতে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, দেশে এখন গনতন্ত্র নেই। সেটা আওয়ামীলীগ বারবার প্রমান করছে। বিএনপিসহ বিরোধীদলকে ঘরোয়া রাজনীতি করতে ও দিতে চায় না। তিনি আরো বলেন, বিএনপিকে ধাবিয়ে রেখে ৫ জানুয়ারির মতো এ দেশে এক তরফা নির্বাচন করতে দেয়া হবে না। বিএনপি মাঠে থাকবে এবং আগামী নির্বাচনে অংশ গ্রহন করবে। তিনি এ সময় নির্বাচন কমিশনের ব্যাপক সমালোচনা করেন। তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে দেশে আবার গনতন্ত্র ফিরিয়ে আনবে। এর আাগে সদস্য সংগ্রহ অভিযান কবির হাট পৌর হলে হওয়ার কথা থাকলেও প্রশাসনিক অনুমোদন না থাকায় পুলিশ সেখানে তাদেরকে সভা করতে দেয়নি। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হদা ফরহাদ, পৌর বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান সাধারন সম্পাদক বেলায়েত হোসেন সহ বিভিন্ন নেতাকর্মীরা সদস্য পদ নরায়ন করেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পনীগঞ্জ সভাপতি আবদুল হাই সেলিম, সাধারন সম্পাদক নুরুল আলম সিকদার প্রমূখ।
বাংলাদেশ সময়: ২০:০১:৪২ ৪৩৭ বার পঠিত