শুক্রবার, ১১ আগস্ট ২০১৭

“চ্যানেল আই সেরাকণ্ঠ আয়োজন আজ গান পাগলদের আগমনে রমরমা”

Home Page » এক্সক্লুসিভ » “চ্যানেল আই সেরাকণ্ঠ আয়োজন আজ গান পাগলদের আগমনে রমরমা”
শুক্রবার, ১১ আগস্ট ২০১৭



প্রতিযোগীওমর ছানীঃ- বঙ্গ- নিউজঃ- রাত তিনটা থেকে শুরু হয়ে ছিল আজ গানপাগলদের আগমন,,অনেকের আগমনই ছিল শুভ। আবার অনেকেই মন খারাপ করে চলে গেছে। আজ চ্যানেল আই তে ছিল সেরাককণ্ঠের প্রাথমিক অডিশন।প্রতিযোগীদের লাইনদূর - দূরান্ত থেকে ছুটে এসেছে হাজারো গানপ্রিয় ছেলেমেয়ে।বৃদ্ধ- বনিতা ও অংশগ্রহন করতে ভূল করেনাই। প্রায় সকল শ্রেণির লোকজনের দেখা মিললো অাজকের অডিশনে।গান গাওয়ার অপেক্ষায় প্রতিযোগিরাঅপেক্ষার পালা যেন শেষ হচ্ছিল না প্রতিযোগিদের। অডিশন টি শুরু হয় সকাল ৮-৩০ মিনিট থেকে।  বিকাল ৬ পর্যন্ত ও দেখা যায় হাজার হাজার প্রতিযোগীদের।এখনো চলছে অডিশনটি।

বাংলাদেশ সময়: ১৯:৫৭:৪৮   ৫৯২ বার পঠিত