শুক্রবার, ১১ আগস্ট ২০১৭

একাত্তরের পঁচিশে মার্চের কালো রাতকে নিয়ে পুলিশ অফিসার লালন আহমেদের গান

Home Page » বিনোদন » একাত্তরের পঁচিশে মার্চের কালো রাতকে নিয়ে পুলিশ অফিসার লালন আহমেদের গান
শুক্রবার, ১১ আগস্ট ২০১৭



গানটির পুরো টিম

একাত্তরের পঁচিশে মার্চের কালো রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে পাক হানাদারদের বিরুদ্ধে পুলিশের প্রথম প্রতিরোধ নিয়ে গান। গানটির শিরোনাম রাখা হয়েছে ‘সে রাত ছিল একাত্তরের ভয়াল কালো পঁচিশে মার্চ’। সেই ভয়াল রাতে সীমিত অস্ত্র দিয়ে শুধুমাত্র দেশপ্রেম ও সাহসিকতাকে পুঁজি করে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের দুঃসাহসিক জবাব দিয়েছিল রাজারবাগ পুলিশ লাইন্সের অকুতোভয় পুলিশ সদস্যরা। পুলিশের গৌরবময় এ অধ্যায় নিয়ে বেরিয়েছে অনেক প্রকাশনা। এবার সেই গৌরবগাঁথা গাওয়া সুরে সুরে।

অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ

গানটির কথা লিখেছেন ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, সুর করেছেন সাজেদ ফাতেমী এবং কন্ঠ দিয়েছেন জনপ্রিয় ব্যান্ড ‘ফিডব্যাক’ এর মূল ভোকাল লুমিন।  গানটি পুলিশ  মুক্তিযাদুঘরে স্মারক হিসেবে সংরক্ষিত হয়েছে। 

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৪৬   ২২২১ বার পঠিত   #  #  #  #  #  #  #