শুক্রবার, ৭ জুন ২০১৩

“পাকিস্তান থেমে গেল ১৭০ রানে”

Home Page » খেলা » “পাকিস্তান থেমে গেল ১৭০ রানে”
শুক্রবার, ৭ জুন ২০১৩



west-inid-bg20130607072110.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ  উদ্বোধনী ম্যাচ ব্যাটসম্যানদের হলেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচ গেল বোলারদের অনুকূলে। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭০ রানে বেধে দিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় দুই বোলার কেমার রোচ ও সুনিল নারিনের কাছেই মূলত আটকে যেতে হলো মিসবাহ বাহিনীকে।পাকিস্তান: ১৭০/১০ (৪৮ ওভার)

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে স্বস্তিতে থেকেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ডোয়াইন ব্রাভো। নিজের প্রথম চার ওভারে দুটি মেডেনসহ সাত রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন রোচ। ডানহাতি এই পেসারের কাছে উইকেট বিলিয়ে দেন ইমরান ফরহাত, মোহাম্মদ হাফিজ ও আসাদ শফিক।

১৫ রানে পাকিস্তানের তিন উইকেট নেই। স্কোরবোর্ডে এরপর কোনো উইকেট না হারিয়ে ৯০ রান যোগ করে বিপদ এড়ায় তারা। পুরো কৃতিত্ব অধিনায়ক মিসবাহ উল হক ও ওপেনার নাসির জামশেদের।

৯১ বলে সপ্তম ওয়ানডে ফিফটি গড়ে আর মাত্র দুটি বল খেলতে সমর্থ হন জামশেদ। পাঁচ চারে ৫০ রানে নারিনের বলে রবি রামপলের তালুবন্দি হন তিনি। এরপর মিসবাহ একাই লড়ে গেলেও অপর প্রান্তে তাকে সঙ্গ দিতে ব্যর্থ অন্যরা। তিনি ২৪তম ফিফটি গড়েন ৭১ বলে তিন চার ও এক ছয়ের সহায়তায়।

মোহাম্মদ ইরফানকে সাজঘরে পাঠিয়ে পাকিস্তানকে গুটিয়ে দেন রামপল। চার রানের আক্ষেপ ছুঁয়ে যায় মিসবাহকেও। ১২৭ বলে পাঁচ চার ও তিন ছয়ে ৯৬ রানের হার না মানা ইনিংস খেলেন পাকিস্তান অধিনায়ক।

রোচ ও নারিন তিনটি করে উইকেট দখল করেন। একটি করে পেয়েছেন ব্রাভো ও রামপল।

বাংলাদেশ সময়: ২০:৫৭:৩৬   ৪৭৬ বার পঠিত