শুক্রবার, ১১ আগস্ট ২০১৭

গিয়েছিলাম তোমার কাছে - খালেদ হোসাইন

Home Page » সাহিত্য » গিয়েছিলাম তোমার কাছে - খালেদ হোসাইন
শুক্রবার, ১১ আগস্ট ২০১৭



খালেদ হোসাইন
কিছুই বলার ছিল না তোমার ছিল না
এমনকি একতিলও না।
হঠাৎ হঠাৎ বৃষ্টি নামে আশ্বিনে
তবু আমি ভিজতে তাতে চাচ্ছিনে।
তোমার চাই অন্য কারো সঙ্গ তো!
সেটাই কিন্তু সঙ্গত।
কেউ তো যাবে আদালতে
কেউ তো যাবে সংসদে
চারপাশেই হাবিল-কাবিল
এবং তাদের বংশধর।
গিয়েছিলাম তোমার কাছে
কিছুই বলার ছিল না
এমনকি একতিলও না।

বাংলাদেশ সময়: ১২:৫০:৫৩   ৬৯৫ বার পঠিত   #  #  #  #  #  #  #