শুক্রবার, ১১ আগস্ট ২০১৭
নিখোঁজের পাঁচদিন পর ফুলপুরের স্কুলছাত্রী কৃষ্ণা ঢাকা হতে উদ্ধার
Home Page » জাতীয় » নিখোঁজের পাঁচদিন পর ফুলপুরের স্কুলছাত্রী কৃষ্ণা ঢাকা হতে উদ্ধারবঙ্গ-নিউজ: ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের এমবিশন রেসিডেনসিয়াল স্কুল থেকে নিখোঁজ চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্রী কৃষ্ণা সাহাকে (১০) নিখোঁজের পাঁচদিন পর বৃহস্পতিবার রাতে ঢাকায় উদ্ধার করেছে পুলিশ । নিখোঁজের খবর পৌর শহরে ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী নিয়ে আতংক ছড়িয়ে পড়ে।ছনকান্দা গ্রীণ রোডের এমবিশন রেসিডেনসিয়াল স্কুল থেকে গত রবিবার দুপুরে টিফিনের সময় স্কুলে বইয়ের ব্যাগ রেখেই নিখোঁজ হয় ছাত্রী কৃষ্ণা সাহা।
ফুলপুর পৌর শহরের সাহাপাড়ার পুলিশের সাব-ইন্সপেক্টর মৃত অনিল সাহার শিশু কন্যা কৃষ্ণা সাহা নিখোঁজের ঘটনায় তার মা অঞ্জু সাহা বাদী হয়ে ফুলপুর থানায় নারী ও শিশু আপহরণের মামলা দায়ের করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্বজিৎ সাহা নামে সন্দেহভাজন একজনকে আটকও করা হয়। পুলিশ শিশুটি উদ্ধারে বিশেষ চিরুনি অভিযান শুরু করে।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আবু বকর সিদ্দিক রাত ১ টার দিকে জানান, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পথচারিরা সন্ধ্যা ৭ টার দিকে স্কুল ছাত্রী কৃষ্ণা সাহকে জিআরপি থানায় নিয়ে যায়। পরে ফুলপুর থানা পুলিশকে জানালে; মামলার তদন্তকারি কর্মকর্তা কৃষ্ণা সাহাকে আনার জন্য ঢাকার কমলাপুর জিআরপি থানায় পৌছে। এ রিপোর্ট লেখার সময় তদন্তকারি কর্মকর্তা প্রাইভেটকার যোগে কৃষ্ণা সাহাকে নিয়ে ফুলপুরে আসার পথে রয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার নিখোঁজের চারদিনেও সন্ধান মেলেনি চতুর্থ শ্রেণির ছাত্রী কৃষ্ণা সাহার শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। আগেরদিন বুধবার ফুলপুরে তিনদিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী শিরোনামে সংবাদ প্রকাশিত হয়
বাংলাদেশ সময়: ১০:২১:৪৪ ৫০৪ বার পঠিত