শুক্রবার, ৭ জুন ২০১৩
” অনিতা ব্যস্ত তৃতীয় অ্যালবাম নিয়ে”
Home Page » বিনোদন » ” অনিতা ব্যস্ত তৃতীয় অ্যালবাম নিয়ে”বঙ্গ- নিউজ ডটকমঃ পেন্টাগন ব্যান্ডের ভোকাল অনিতা ব্যস্ত নিজের একক ক্যারিয়ার নিয়েও। বছরের প্রথমে বের হয় তার দ্বিতীয় একক ‘অনিতা’। শুরু করেছেন তার পরবর্তী এককের কাজ।এরই মধ্যে নতুন অ্যালবামের জন্য দু’টি গানও প্রস্তুত। গান থাকবে আটটি। বাকি ছয়টি গানের কাজও চলেছে এগিয়ে ।
এ বিষয়ে অনিতা বঙ্গনিউজকে বলেন, “ব্যান্ডের পাশাপাশি নিজের একক গান করি। তাই সময় লাগছে। সবকিছু ঠিকঠাক থাকলে গানের কাজ শেষ করে অ্যালবাম বের করবো।”
তিনি আরও বলেন, “এছাড়া গান নিয়ে আরেকটা প্রজেক্ট নিয়েও কাজ করছি। কাজটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানাবো সবাইকে।”
দ্বিতীয় এককের মতো নতুন অ্যালবামেও কাজ করছেন একাধিক গীতিকার ও সুরকার।
এছাড়া ব্যান্ডের আগামী অ্যালবাম প্রকাশ নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।
অনিতার প্রথম একক ‘চন্দ্রালোকে’ বের হয় ২০০৯ সালে।
বাংলাদেশ সময়: ২০:৪৭:৪৬ ৬১১ বার পঠিত