শুক্রবার, ১১ আগস্ট ২০১৭
২০১৮ সালের মধ্যেই লালমনিরহাট সহ দেশের সব গ্রামে বৈদ্যুতিক সংযোগ দেয়া হবে
Home Page » সারাদেশ » ২০১৮ সালের মধ্যেই লালমনিরহাট সহ দেশের সব গ্রামে বৈদ্যুতিক সংযোগ দেয়া হবে
মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি : স্হানীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, অধ্যক্ষ, জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক (শ্যামল) মহোদয়, বলেছেন, আওয়ামীলীগ সরকার ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামে বৈদ্যুতিক সেবা পৌছে দেয়ার অঙ্গীকার করলেও এর আগেই অর্থ্যাৎ ২০১৮ সালের মধ্যেই লালমনিরহাট সহ দেশের সব গ্রামে বৈদ্যুতিক সংযোগ দেয়া হবে। এ লক্ষ্যে সরকার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং গ্রামাঞ্চলে বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে ইতিমধ্যেই একনেকের বৈঠকে সাড়ে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
তিনি আর ও বলেন,জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর দেশে বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ণ কর্মকান্ড সম্পন্ন করেছে। নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে দেশে সাড়ে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন থেকে প্রায় সাড়ে ১১ হাজার মেগাওয়াটে উন্নীত করেছে। তিনি বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক ক্ষেত্রে উন্নয়ন ঘটাতে চায়। আর এ কারনেই বিদ্যুৎ খাতকে গুরুত্ব দিয়ে এর উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। কারণ বিদ্যুৎ ক্ষেত্রে উন্নয়ন হলেই অন্যান্য ক্ষেত্রে উন্নয়ন করা সম্ভব হবে বলে ।তিনি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ০:৫৮:২৩ ৬৮৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম #সারাদেশ