বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষক নিহত!

Home Page » বিবিধ » পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষক নিহত!
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭



বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম। হাতীবান্ধা থানা প্রতিনিধি :লালমনিরহাটের পাটগ্রাম পৌর এলাকার পুরাতন হক ফিলিং স্টেশন সংলগ্ন ভটভটির চাপায় কলেজ প্রভাষক গনেষ চন্দ্র (৫০) নামে এক শিক্ষক নিহত হয়েছে। তিনি হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজের জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম পৌর এলাকার পুরাতন হক ফিলিং স্টেশন সংলগ্ন এ সড়ক দুর্ঘনা ঘটে।
নিহত প্রভাষক গনেশ চন্দ্র উপজেলার জোংরা ইউনিয়নের ইসলামনগর এলাকার ধনবর ডাকুয়ার ছেলে ।
স্থানীয়রা জানান, প্রভাষক গনেশ চন্দ্র উপজেলার ২নং কুচলিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর স্ত্রী প্রধান শিক্ষিকাকে রেখে হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় পাম্প এলাকায় একটি মালবাহী ট্রলি তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে পড়ে যান। একই সময় বিপরীত দিক থেকে শ্যালো চালিত একটি ভটভটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর সড়ক দুর্ঘটানায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৪:০৯   ৫০৮ বার পঠিত