বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
প্রধান বিচারপতি জাতীয় সংসদ সম্পর্কে কটূক্তি করেছেন; আইনমন্ত্রী
Home Page » জাতীয় » প্রধান বিচারপতি জাতীয় সংসদ সম্পর্কে কটূক্তি করেছেন; আইনমন্ত্রীবঙ্গ-নিউজঃ আপিল বিভাগ যে যুক্তিতে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করেছেন, সেই যুক্তি তাঁদের কাছে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তবে রায়ের সঙ্গে দ্বিমত থাকলেও রায়ের প্রতি তাঁরা শ্রদ্ধাশীল।
আইনমন্ত্রী বলেন, রায়ের প্রেক্ষাপটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যেসব অবজারভেশন বা বক্তব্য দিয়েছেন, তাতে অনেক অপ্রাসঙ্গিক কথা বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে রায় নিয়ে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দিতে ডাকা সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধান বিচারপতি জাতীয় সংসদ সম্পর্কে কটূক্তি করেছেন। এই প্রতিষ্ঠানকে হেয়প্রতিপন্ন করেছেন। এ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা কোনো একক ব্যক্তির কারণে হয়নি বলে যে বক্তব্য দেওয়া হয়েছে, তাতে তিনি মর্মাহত।
আনিসুল হক বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পদ্ধতি অত্যন্ত অস্বচ্ছ ও নাজুক। তবে তিনি এও বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে সংসদ বিচার বিভাগের সঙ্গে কোনো পাওয়ার কনটেস্টে অবতীর্ণ হয়নি।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রায়ের পরপরই তড়িঘড়ি করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বৈঠক ডাকা দুঃখজনক।
এই রায়ে রিভিউ করার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমরা যেহেতু এই রায়ে সংক্ষুব্ধ, তাই আমরা নিশ্চয়ই চিন্তাভাবনা করছি যে এই রায়ে রিভিউ করা হবে কি না। তবে এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হইনি। কারণ, রায়ের খুঁটিনাটি বিষয়গুলো এখনো নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’
বাংলাদেশ সময়: ১৪:৩৬:৩৪ ৪৮০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news