বুধবার, ৯ আগস্ট ২০১৭
পিশাচের পায়ের আওয়াজ-মুতাকাব্বির মাসুদ
Home Page » সাহিত্য » পিশাচের পায়ের আওয়াজ-মুতাকাব্বির মাসুদ
রঙচটা সার্টের পকেটে ঘামে ভেজা আবেগ।মাঝে মাঝে ক্লান্তির ভাঁজ খুলে দেখা - প্রিজমের ভেতর রঙিন লাইন
যুতসই বিন্দুতে কতটা স্থির! নিঃশ্বাসে কেবল দুর্বিনীত সময়ের সবাক চিৎকার। ইচ্ছের অমীমাংসিত সীমানা
পেরিয়ে ভাবনার করিডোরে হোমারের অন্ধ চোখ ! আমিও কী দৃষ্টির অসচ্ছ গ্লাসে গ্লোকোমায় আক্রান্ত?
চশমাটা ইদানীং নিজের রিডিং নিজেই নিচ্ছে।
কালা কাগজে সাদা হরফ। আমি দেখি ঝাপসা চোখে চারুশীলা জীবনের নগ্ন ক্লান্ত চিত্র।
হোমারের বিদগ্ধ চেতনার মনন বীণার সুর।
আমারই কেবল ওলটপালট। বৈরাগী রোদে সেদিনের
এলোচুলে বৈষ্ণবীর পাণ্ডুর মুখ। জীবন সাঁতরে সাঁতরে
হাঁপড়ে মরে-হলুদ পাতায় মোড়ানো শরীর ; উষ্ণ বালির
আলিঙ্গনে ঢেউখেলানো তীর খুঁজে। জীবিকা হাঁটে ক্রমাগত জীবনের পাশে প্রচণ্ড পিপাসা নিয়ে।রোদের
রুপোলী জলে অবিরত তৃষ্ণা জাগে- মেটেনা!
–
জীবনের জন্য জীবিকা নাকি জীবিকার জন্য জীবন?
আমার কাছে এ কোলাহল রাতে নিঃসঙ্গ জোনাকের
ভিড়ে দুটোই সমান সমান। জীবিকার ধূমায়িত ঠোঁটে
জীবনের নিঃশ্বাস বিশ্বাসের বলয় ভেঙ্গে অবিরাম পথচলে সাদা ছড়ি হাতে আলো- আঁধারী ঢেউয়ের বাঁকে। আমি শুনি মধ্যরাতে নিঃসঙ্গ বাঁশির সুর- দূরে
বহুদূরে স্বপ্ন আর জাগরণের মাঝখানে।
–
ঘোর অন্ধকারে কিশের শব্দ! “পিশাচের পায়ের আওয়াজ পেলাম যেন !” হাঁসগুলো নিথর নিঃস্তব্ধ!
হোমারের মহাকাব্যে বিশ্ব কি নিঃস্ব হলো আজ বীরের
বিচরণে - তবে কি একিলিসরাও এখন পালিয়ে বেড়ায়
দূরাগত হলুদ বনে দুরারোগ্য ব্যাধির ভয়ে?
–
ভায়োলিনের করুণ সুরে নবীন মাঝি আবেগের বৈঠা
নিয়ে জলের ঢেউয়ে পোয়াতি বউয়ের নকশা আঁকে
আনকোরা হাতে-জলের তন্বী দেহে সোহাগী বউয়ের শরীর ভাসে তন্দ্রিত আলোর আভায়। আমি কেবল হেঁটেই চলি ইতিহাস থেকে ভূগোলে চর্যাপদের ছিহ্নপাতায়। সুখ খুঁজি, জীবন খুঁজি বৈষ্ণবীর গেঁড়ুয়া আঁচলে।
আমার বুকপকেটে তখনো এক অন্ধসুন্দরী কাঁদে।
বাংলাদেশ সময়: ২২:১০:৫৩ ৯২২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম #সাহিত্য