বুধবার, ৯ আগস্ট ২০১৭

সালমান শাহ’র মৃত্যু ও কিছু প্রাসঙ্গিক কথা

Home Page » জাতীয় » সালমান শাহ’র মৃত্যু ও কিছু প্রাসঙ্গিক কথা
বুধবার, ৯ আগস্ট ২০১৭



বঙ্গ-নিউজ: সালমান শাহর মৃত্যু নিয়ে হঠাৎ সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। আর সেটা শুরু হয় গত সোমবার জনপ্রিয় এই চিত্রনায়কের হত্যা মামলার অন্যতম আসামি রুবির একটি ভিডিও প্রকাশের মাধ্যমে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত রুবি সেদিন তার ভিডিও ফুটেজে বলেন, ‘আত্মহত্যা নয়, হত্যাকাণ্ডের স্বীকার হয়েছিলেন সালমান শাহ এবং তা করিয়েছিলেন তারই স্ত্রী সামিরা হকের পরিবার। সালমান শাহ আত্মহত্যা করে নাই। সালমান শাহকে খুন করা হইছে, আমার হাজব্যান্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে। সামিরার ফ্যামিলি করাইছে আমার হাজব্যান্ডকে দিয়ে। আর সব ছিল চাইনিজ মানুষ।’
সালমান শাহ’র মৃত্যু রহস্য নিয়ে চিত্রনায়ক আমিন খান  এক সাক্ষাৎকারে চিত্রনায়ক আমিন খান বলেন, ‘আমাদের জন্য দুঃখ সালমানের মৃত্যুর রহস্য আজও উদঘাটিত হয়নি। তার মৃত্যুর কারণ সেই সময় বের করা উচিত ছিলো। আমি মনে করি আমাদের কোথায় একটা ভুল ছিলো যার কারণে সেই সময় এই নায়কের মৃত্যুর রহস্য খুঁজে পাইনি। অনকে দিন পর আবারও যখন নতুন করে আলোচনায় আসছে বিষয়টা আমি মনে করি এবার এর একটা সুরাহা হবে। আর মিডিয়া এবার একটিভ আছে। আমি মনে করি এবার হয়তো সত্যটা বেরিয়ে আসবে’।

উল্লেখ্ করা সঙ্গত হবে যে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর দিনটি ছিল শুক্রবার। সেদিন সকাল সাতটায় বাবা কমর উদ্দিন চৌধুরী ছেলে শাহরিয়ার চৌধুরী ইমনের সঙ্গে দেখা করতে ইস্কাটনের বাসায় যান। কিন্তু ছেলের দেখা না পেয়ে তিনি ফিরে আসেন। এই শাহরিয়ার চৌধুরী ইমন ঢাকার তৎকালীন সিনেমা জগতের সুপারস্টার সালমান শাহ। সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে সালমান শাহ’র মা নীলা চৌধুরী বলেন, বাসার নিচে দারোয়ান সালমান শাহ’র বাবাকে তার ছেলের বাসায় যেতে দিচ্ছিল না ।

নীলা চৌধুরীর বর্ণনা ছিল এ রকম, ‘বলেছে স্যার এখনতো উপরে যেতে পারবেন না। কিছু প্রবলেম আছে। আগে ম্যাডামকে (সালমান শাহ’র স্ত্রীকে) জিজ্ঞেস করতে হবে। একপর্যায়ে উনি (সালমান শাহ’র বাবা) জোর করে উপরে গেছেন। কলিং বেল দেবার পর দরজা খুললো সামিরা (সালমান শাহ’র স্ত্রী)’।

“উনি (সালমান শাহ’র বাবা ) সামিরাকে বললেন ইমনের (সালমান শাহ’র ডাক নাম) সাথে কাজ আছে, ইনকাম ট্যাক্সের সই করাতে হবে। ওকে ডাকো। তখন সামিরা বললো, আব্বা ওতো ঘুমে। তখন উনি বললেন, ঠিক আছে আমি বেডরুমে গিয়ে সই করিয়ে আনি। কিন্তু যেতে দেয় নাই। আমার হাজব্যান্ড ঘণ্টা দেড়েক বসে ছিল ওখানে।” বেলা এগারোটার দিকে একটি ফোন আসে সালমান শাহ’র মা নীলা চৌধুরীর বাসায়। ঐ টেলিফোনে বলা হলো, সালমান শাহকে দেখতে হলে তখনই যেতে হবে।

বাংলাদেশ সময়: ২০:১৬:৫১   ১৩৭১ বার পঠিত