বুধবার, ৯ আগস্ট ২০১৭
জঙ্গিদের হাতে পাকিস্তানি মেজরসহ নিহত ৪ সেনা
Home Page » জাতীয় » জঙ্গিদের হাতে পাকিস্তানি মেজরসহ নিহত ৪ সেনাবঙ্গ-নিউজঃ সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে এক মেজরসহ পাকিস্তান সেনাবাহিনীর ৪ সদস্য নিহত হয়েছে। ডন.কম জানায়, বুধবার প্রত্যুষে আফগান সীমান্তের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের লোবার ডির জেলায় একটি জঙ্গি আস্তানায় অভিযানকালে সন্ত্রাসীদের হাতে নিহত হন তারা।
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে আইএসপিআর (ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স) জানায়, নিহতরা হলেন- মেজর আলি সালমান, হাবিলদার আখতার, হাবিলদার গুলাম নাজির ও সিপাহী আব্দুল করিম।
অভিযানকালে একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে উল্লেখ করে আইএসপিআর আরও জানিয়েছে, একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা মেজর সালমান তার সঙ্গীয় লোকজন নিয়ে লোবার ডির এলাকার টিমেরগারার শিরোটকাই গ্রামের একটি জঙ্গি আস্তানায় হানা দেন। গোয়েন্দা তথ্য নির্ভর (ইন্টেলিজেন্ট বেইজড অপারেশন বা আইবিও) ওই অভিযানকালে জঙ্গি আস্তানায় দুইজন আত্মঘাতী বোমাবাজ অবস্থার করছিল। তাদের মধ্যে একজন বোমার বিস্ফোরণ ঘটায়। বাকিরা সেনা সদস্যদের হামলায় নিহত হয়।
তবে কতজন জঙ্গি নিহত হযেছে তা জানানো হয়নি।
দেশটির প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে আব্বাসি বলেন, শহীদ বীর সেনাদের প্রতিটি রক্তবিন্দু সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে প্রিয় মাতৃভূমিকে রক্ষায় আমাদের নিবেদনের সত্যতার সাক্ষ্য হয়ে থাকবে।
বুধবারের অভিযানটি ছিল খাইবার-পাখতুনখোয়ার রাজগাল উপতক্যায় পাকিস্তান সেনাবাহিনীর চলমান জঙ্গি বিরোধী অভিযান রাদ আল ফাসাদ (আরইউএফ)-এর অংশ।
বাংলাদেশ সময়: ১৪:০০:২৩ ৪২০ বার পঠিত