মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আসন বাড়ছে ২৫৩

Home Page » শিক্ষাঙ্গন » ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আসন বাড়ছে ২৫৩
মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭



---বঙ্গ-নিউজঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে চলতি শিক্ষাবর্ষে ২৫৩টি আসন বাড়ানো হবে বলে জানিয়েছেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। গতকাল সোমবার ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা জানান। ভর্তির আবেদন করা যাবে ২৯ আগস্ট রাত ১০টা পর্যন্ত। ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ৩০ আগস্ট। বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd/) পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার ফি আগের মতোই ৩৫০ টাকা।

অনুষ্ঠানে জানানো হয়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন ছিল ৬৮০০। এ বছর আসন বেড়ে ৭০৫৩টি ধরা হয়েছে। এর মধ্যে বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটে ১৭৬৫, কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটে ২৩৬৩, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ’ ইউনিটে ১২৫০, সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটে ১৫৪০টি এবং চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটে ১৩৫টি আসন রয়েছে। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন গ্রহণের প্রক্রিয়া পরিচালিত হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৪০   ৪৭৭ বার পঠিত