মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭

কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Home Page » সারাদেশ » কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭



প্রতিকি ছবিবঙ্গ-নিউজঃ রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার পরনে হাফ হাতা গেঞ্জি ও ট্রাউজার ছিল।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার এএসআই রাসেদ রানা জানান, কারওয়ান বাজার বস্তিসংলগ্ন এলাকায় ঢাকা-ময়মনসিংগামী বলাকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৪৯   ৫৮০ বার পঠিত