
মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭
টাঙ্গাইলে কলেজ ছাত্র রাজন হত্যা মামলায় ১২ জনের ফাঁসির আদেশ
Home Page » আজকের সকল পত্রিকা » টাঙ্গাইলে কলেজ ছাত্র রাজন হত্যা মামলায় ১২ জনের ফাঁসির আদেশ
বঙ্গ-নিউজঃ টাঙ্গাইলের ভুঞাপুরের কলেজ ছাত্র রাজন হত্যা মামলায় ১২ জন আসামির প্রত্যেককে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। টাঙ্গাইলের স্পেশাল জজ ওয়াহিদুজ্জামান শিকদার আজ মঙ্গলবার সাড়ে ১১টার দিকে এই আদেশ দেন। দণ্ডিতদের মধ্যে চারজন পলাতক রয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৩ এপ্রিল আসামিরা সকাল ৮টার দিকে ভুঞাপুরের ভালোকুটিয়া গ্রামের লাল মিয়ার বাড়িতে হামলা চালায়। সেখানে লালমিয়ার পুত্র রাজনকে লোহার রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। মুমূর্ষ অবস্থায় ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় তাকে। পরে সেখান থেকে ঢাকা নেওয়ার পর তার মৃত্যু ঘটে। পরদিন ১৮জকে আসামি করে মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শেষে ১২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
বাংলাদেশ সময়: ১৩:২৯:২৭ ৫৯৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম