রবিবার, ৬ আগস্ট ২০১৭
চলতি মাসেই নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ ইসির
Home Page » জাতীয় » চলতি মাসেই নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ ইসির
বঙ্গ-নিউজঃ চলতি মাসের শেষ সপ্তাহে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিদিন দু’টি করে ঈদের আগে ৬টি দলের সঙ্গে সংলাপ হবে। প্রতিটি রাজনৈতিক দলের ১০ জন করে প্রতিনিধি সংলাপে অংশ নিতে পারবে। তবে দলগুলোর প্রতিনিধির সংখ্যা বাড়তে পারে। আজ রবিবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ঈদের পর ১০ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে বাকী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে। রাজনৈতিক দলের নিবন্ধনের তালিকা থেকে নিচের দিকে প্রথমদিকে সংলাপে ডাকা হবে। তিনি বলেন, আগামী ১৬ ও ১৭ আগস্ট সাংবাদিকদের সঙ্গে সংলাপ হবে। এই সংলাপে গণমাধ্যমের ৬০ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ইসি সচিব আরও বলেন, অক্টোবরে নির্বাচন বিশেষঙ্গ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, নারী নেতৃত্বের সঙ্গে সংলাপ করা হবে। সংলাপ থেকে যেসব সুপারিশ আসবে তা সমন্বয় করে কমিশনে উপস্থাপন করা হবে।
বাংলাদেশ সময়: ১৫:২১:২৬ ৫৬০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম