শনিবার, ৫ আগস্ট ২০১৭
ইমরান খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ কমিটি
Home Page » খেলা » ইমরান খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ কমিটি
বঙ্গ-নিউজঃ পাকিস্তানের বিরোধী দলীয় নেতা ইমরান খানের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ কমিটি গড়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সংসদ। ইমরানেরই তেহরিক-ই-ইনসাফ পার্টিরই এক নারী ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ আনেন।
আয়েশা গুলালাই নামের ওই নারীর অভিযোগ, ইমরান খান তাঁর মোবাইল ফোনে অশ্লীল মেসেজ পাঠিয়েছেন। শুধু তাঁকেই নয়, দলের অন্যান্য নারী নেত্রীর সঙ্গেও একই ধরনের আচরণ তিনি করেছেন। আয়েশা ২০১৩ সালে আফগান সীমান্ত লাগোয়া উপজাতি অঞ্চল থেকে সংরক্ষিত নারী আসনে জিতে ন্যাশনাল অ্যাসেম্বলিতে আসেন।
নবগঠিত মন্ত্রিসভার শপথের পরেই নয়া পাক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী শুক্রবার জানিয়েছেন, বিশেষ কমিটি ইমরান খানের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের তদন্ত করবে। আব্বাসী বলেন, অভিযোগকারী এবং অভিযুক্ত দু-জনেই সম্মানিত ব্যক্তি। তা মাথায় রেখেই কমিটি তদন্ত প্রক্রিয়া চালাবে। জিজ্ঞাসাবাদের সময় কমিটির তদন্তকারীরা ছাড়া বাইরের কেউ থাকবেন না। এমনকি মিডিয়ারও ঢোকার অনুমতি নেই। এদিন সংসদে বিশেষ এই কমিটি গড়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তদন্তকারীদের একমাসের মধ্যে রিপোর্ট দিতে হবে।
যদিও ইমরান খান তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তবে, আয়েশা গুলালাই নিজের অভিযোগ থেকে সরেননি। ইমরান যে টেক্সট মেসেজটি পাঠিয়েছেন, অভিযোগের স্বপক্ষে তা তিনি ফরোয়ার্ডও করেন। আয়েশা বলেন, তদন্তের প্রয়োজনে আমি যে কোনও সময় ইমরানের মুখোমুখি হতে প্রস্তুত। তিনি আরো জানিয়েছেন, শুধু আপত্তিকর মেসেজ পাঠানোই নয়, তাঁকে একা দেখাও করতে বলেছিলেন ইমরান। কিন্তু, তিনি তা করেননি। বাবাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। টাইমস অব ইন্ডিয়া।
বাংলাদেশ সময়: ২১:২৯:৫৬ ৫৯৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম