শনিবার, ৫ আগস্ট ২০১৭

আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মবার্ষিকী

Home Page » Wishing » আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মবার্ষিকী
শনিবার, ৫ আগস্ট ২০১৭



বঙ্গ-নিউজঃ  শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতার হত্যাকারীদের বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন তিনি।

মৃত্যুর মাসখানেক আগে ১৯৭৫ সালের ১৪ জুলাই দেশবরেণ্য অ্যাথলেট সুলতানা খুকুর সঙ্গে তার বিয়ে হয়। মেহেদির রং মুছতে না মুছতেই হূদয়বিদারক ঘটনার শিকার হন তিনি। বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী তারুণ্যের দীপ্ত প্রতীক শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে বি.এ. অনার্স পাস করেন। তিনি উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন, বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আজ সকাল ৮টায় ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবে আওয়ামী লীগ। সকাল ৯টায় বনানী কবরস্থান সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একইভাবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বেলা ১১টায় এ উপলক্ষে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ১১:২৭:৩১   ১০৫৯ বার পঠিত   #  #  #  #