শুক্রবার, ৪ আগস্ট ২০১৭
‘পার্লামেন্টে যাতে শ্রমিক-কৃষকদের জায়গা হয় সে ব্যবস্থা করতে হবে’
Home Page » প্রথমপাতা » ‘পার্লামেন্টে যাতে শ্রমিক-কৃষকদের জায়গা হয় সে ব্যবস্থা করতে হবে’বঙ্গ-নিউজঃবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, যাদের টাকা আছে, পার্লামেন্ট এখন তাদের। ওই পার্লামেন্টে আজকে শ্রমিক-কৃষকের জায়গা নাই। আজকে আমাদেরকে অবশ্যই অবশ্যই এই পার্লামেন্ট সম্পর্কে ভাবতে হবে। এই পার্লামেন্টে যাতে শ্রমিক-কৃষকদের জায়গা হয়, সে ব্যবস্থা করতে হবে।
আজ শুক্রবার চট্টগ্রাম নগরীর জে এম সেন হলে দলের এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, আজকে যদি সংসদে কৃষকদের কোনো প্রতিনিধি থাকত, শ্রমিকের প্রতিনিধি থাকত; আমার পাশে যদি আর পাঁচজনকে পেতাম, তাহলে বজ্রকণ্ঠে বলতে পারতাম- শ্রমিকের দাবি তোমরা মেনে নাও। কিন্তু সে আওয়াজ আমরা তুলতে পারছি না।
তিনি বলেন, আজকে মানুষকে চিনে নিতে হবে, মানুষের কাছে যেতে হবে। নিজেদের দাবি আদায়ে সংগঠিত না হয়ে, ঐক্যবদ্ধ না হয়ে, সংগঠন চিনতে ভুল করে বড়লোকের সংগঠনে যোগ দিলে শ্রমিকের ভাগ্য ফিরবে না। শ্রমিকদের জন্য চাই শ্রমিকের সংগঠন।
মেনন বলেন, সরকারি পে কমিশন বাস্তবায়িত হয়ে আরেকটি পে-কমিশনের সময় চলে আসছে, অথচ শ্রমিকের জন্য এখনো মজুরি কমিশন হয়নি।
সরকার পাট খাতকে পুনরায় সচল করতে নানা পদক্ষেপ নিলেও শ্রমিকদের দিকে মনোযোগ দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ। সঞ্চালনায় ছিলেন ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ চৌহান।
অন্যদের মধ্যে জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিরুল হক আমির, ফয়েজ আহমদ, সামশুল আলম, দিদারুল আলম চৌধুরী ও জসিম উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন
বাংলাদেশ সময়: ২৩:২৩:৫৩ ৪৮৩ বার পঠিত